কাপড়ের যত্ন
কাপড়ের যত্নে কিছু পরামর্শ,
রঙ পরীক্ষা:
প্রথম বার ধোয়ার সময় কাপড় থেকে রং এর কিছুটা কষ বের হতে পারে।
সম্পূর্ণ কাপড়টি ধোয়ার আগে, ১৫ থেকে ২০ মিনিট এক কাপ সাধারণ পানিতে কাপড়ের একটি কোনা ডুবিয়ে রেখে রঙ উঠছে কি না তা পরীক্ষা করুন।
কাপড়ের রং যাওয়া ঠেকাতে, ১ বালতি সাধারণ পানিতে ৫ চা চামচ লবণের দ্রবণে পোশাকটি দুই ঘণ্টা ভিজিয়ে রাখুন। এটি কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি ও রঙ ধরে রাখতে সাহায্য করবে। আশা করি এতে ভাল ফলাফল পাবেন।
ধৌতকরণ:
হালকা ডিটারজেন্ট ব্যবহার করে ঠাণ্ডা পানিতে সুতির কাপড় হাত দিয়ে ধোয়া সবচেয়ে ভালো। এটি রঙ সংরক্ষণ করতে সাহায্য করে। প্রথমবার ধোয়ার সময় অল্প পরিমাণে ডিটারজেন্ট/শ্যাম্পু ব্যাবহার করুন।
ডিটারজেন্ট মিশ্রিত পানিতে কাপড়টি অধিক সময় ভিজিয়ে রাখবেন না। ওয়াশিং মেশিন এবং অধিক ক্ষারযুক্ত পানি দিয়ে ধোয়া থেকে বিরত থাকুন। কাপড়টি আলাদাভাবে ধৌত করুন।
শুকানোর সহজ উপায়:
ধোয়ার পরে সরাসরি রৌদ্রের তাপে কাপড় শুকাবেন না। এতে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হতে পারে।
আমাদের কাপড় গুলো ধোয়া নয়। তাই ধোয়ার পর কিছুটা ছোট হতে পারে(বাটিক ও ন্যাচারাল ডাই এর কাপড় ছোট হওয়ার সম্ভবনা কম)। সাইজ নির্ধারনের সময় একটু বড় নেয়ার চেষ্টা করুন যাতে ধোয়ার পর পোশাক পরিধানে অসুবিধা না হয়। এছাড়া আমাদের এক্সচেঞ্জ এর সুবিধা তো থাকছেই।
হাতে তৈরী:
যেহেতু কাপড় গুলো দেশীয় সুতা ও রং দিয়ে হাতে তৈরি করা হয় সেহেতু শত ভাগ নিখুঁত না-ও হতে পারে। যা কাপড়ে অন্য মাত্রা যোগ করে। বি: দ্র: আলোর উৎস, ফটোগ্রাফি বা আপনার ডিভাইসের ডিসপ্লে সেটিংসের বিচ্যুতির কারণে প্রকৃত পণ্যের প্রকৃত রঙ সামান্য পরিবর্তিত হতে পারে।
Comments
Post a Comment