Posts

Showing posts from October, 2023

কাপড়ের যত্ন

কাপড়ের যত্নে কিছু পরামর্শ, "আপনার পোশাকের যত্ন নিন, পোশাকও আপনার যত্ন নেবে।"          রঙ পরীক্ষা: প্রথম বার ধোয়ার সময় কাপড় থেকে রং এর কিছুটা কষ বের হতে পারে। সম্পূর্ণ কাপড়টি ধোয়ার পূর্বে, সাধারণ পানিতে কাপড়ের একটি অংশ ভিজিয়ে রেখে রঙ উঠছে কি না তা পরীক্ষা করুন। কাপড়ের রং অটুট রাখতে, এক লিটার সাধারণ পানিতে এক চা চামচ লবণের দ্রবণে  ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন। এটি কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি ও রঙ ধরে রাখতে সাহায্য করবে।           ধৌতকরণ: হালকা ডিটারজেন্ট ব্যবহার করে ঠাণ্ডা পানিতে সুতির কাপড় হাত দিয়ে ধোয়া সবচেয়ে ভালো। এটি রঙ সংরক্ষণ করতে সাহায্য করে। প্রথমবার ধোয়ার সময় অল্প পরিমাণে ডিটারজেন্ট /শ্যাম্পু ব্যাবহার করুন। ডিটারজেন্ট মিশ্রিত পানিতে কাপড়টি অধিক সময় ভিজিয়ে রাখবেন না। ওয়াশিং মেশিন এবং অধিক ক্ষারযুক্ত পানি দিয়ে ধোয়া থেকে বিরত থাকুন। কাপড়টি আলাদাভাবে ধৌত করুন।          শুকানোর সহজ উপায়: ধোয়ার পরে সরাসরি রৌদ্রের তাপে কাপড় শুকাবেন না। এতে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হতে পারে। আমাদের কাপড় গুলো ধ...